Jsarkar.com-এ আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইট, কনটেন্ট, সার্ভিস এবং E-Com Challenge, মাস্টারক্লাস, ও কোর্সসহ সকল প্রোগ্রাম ব্যবহারের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলী (“Terms”) প্রযোজ্য।
Jsarkar.com ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন। আপনি যদি শর্তগুলো মেনে না নেন, অনুগ্রহ করে ওয়েবসাইট ব্যবহার বন্ধ করুন।
১. ওয়েবসাইট ব্যবহারের শর্ত
১.১ এই ওয়েবসাইট ব্যবহার করতে হলে আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। ১.২ আপনি Jsarkar.com শুধুমাত্র বৈধ ও আইনসম্মত কাজে ব্যবহার করতে পারবেন। ১.৩ অনুমতি ছাড়া কোনো কনটেন্ট কপি, পরিবর্তন, বিতরণ বা পুনরায় প্রকাশ করা যাবে না।
২. E-Com Challenge সম্পর্কিত শর্ত
E-Com Challenge-এ অংশগ্রহণ করে আপনি নিম্নোক্ত শর্ত মানতে সম্মত হচ্ছেন—
২.১ এই চ্যালেঞ্জ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, যেখানে ই-কমার্স ব্যবসার গাইডলাইন, টাস্ক প্ল্যানিং ও নির্দেশনা দেওয়া হয়। ২.২ এখানে ফলাফল গ্যারান্টিযুক্ত নয়। আপনার সাফল্য নির্ভর করবে—
> নিজের কাজ করার দক্ষতা
> বাজেট
> মার্কেট কন্ডিশন
> অ্যাকশন নেওয়ার ধারাবাহিকতা
২.৩ যে কোনো সময় চ্যালেঞ্জের টাস্ক বা ম্যাটেরিয়াল আপডেট করা হতে পারে। ২.৪ আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে—
কোনো কনটেন্ট পুনরায় বিক্রি/রিডিস্ট্রিবিউট করবেন না
প্রাইভেট ম্যাটেরিয়াল জনসম্মুখে শেয়ার করবেন না
নিজেকে Jsarkar.com টিমের সদস্য হিসেবে পরিচয় দেবেন না
২.৫ চ্যালেঞ্জ অংশ নিতে প্রয়োজন হতে পারে—
> ল্যাপটপ ও ইন্টারনেট
> কিছু টুল বা প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন
> অ্যাড বাজেট (ঐচ্ছিক কিন্তু recomended)
আমরা আপনার ব্যবসায়িক ক্ষতি, অ্যাড খরচ, বা সিদ্ধান্তের জন্য দায়ী থাকব না।
৩. শিক্ষামূলক কনটেন্ট সংক্রান্ত ডিসক্লেমার
৩.১ Jsarkar.com-এ থাকা সব ভিডিও, পোস্ট, মাস্টারক্লাস, গাইড এবং উপদেশ কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। ৩.২ এগুলো কোনোভাবেই—
আর্থিক পরামর্শ
আইনগত পরামর্শ
বিনিয়োগ পরামর্শ
বা নিশ্চয়তাযুক্ত আয় সংক্রান্ত গাইডলাইন নয়
৩.৩ আপনার ব্যবসায়িক সিদ্ধান্তের সম্পূর্ণ দায় আপনার নিজের।
৪. পেমেন্ট ও রিফান্ড (যদি প্রযোজ্য হয়)
৪.১ কিছু প্রোগ্রাম বা কনটেন্ট পেইড হতে পারে। ৪.২ ক্রয়ের আগে মূল্য স্পষ্টভাবে দেখানো থাকবে। ৪.৩ রিফান্ড পলিসি: সমস্ত ডিজিটাল পণ্য ও শিক্ষামূলক সেবা নন-রিফান্ডেবল, কারণ এগুলোতে তাৎক্ষণিক অ্যাক্সেস দেওয়া হয়।
৪.৪ যে কোনো সময় মূল্য পরিবর্তনের অধিকার আমাদের আছে।
৫. ইন্টেলেকচুয়াল প্রপার্টি
৫.১ Jsarkar.com-এর সকল কনটেন্ট, ভিডিও, স্ক্রিপ্ট, ব্র্যান্ডিং, চ্যালেঞ্জ ফাইল, গাইড ও ডিজাইন J. Sarkar/Jsarkar.com-এর মালিকানাধীন। ৫.২ আমাদের ব্র্যান্ড বা কনটেন্ট ব্যবহার করে কোনো কপি, রিপ্লিকা বা প্রতিযোগী পণ্য তৈরি করা নিষিদ্ধ।
৬. কমিউনিটি রুলস (E-Com Challenge গ্রুপের জন্য)
Facebook/WhatsApp/Telegram গ্রুপ থাকলে:
৬.১ সবসময় সম্মানজনক আচরণ করতে হবে। ৬.২ কোনো ধরনের—
> হুমকি
> অপমান
> স্প্যাম
> সেলফ প্রমোশন > অগ্রহণযোগ্য।
৬.৩ নিয়ম ভাঙলে গ্রুপ থেকে রিমুভ করা হতে পারে (কোনো রিফান্ড ছাড়াই)।
৭. ডাটা ও প্রাইভেসি
৭.১ ওয়েবসাইট ব্যবহার বা চ্যালেঞ্জে যোগ দেওয়ার মাধ্যমে আপনি আমাদের Privacy Policy-তে সম্মত হচ্ছেন। ৭.২ আমরা আপনার নাম, ইমেইল, ব্রাউজিং ইনফো ইত্যাদি সংগ্রহ করতে পারি অভিজ্ঞতা উন্নত করতে। ৭.৩ আপনার তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয় না।
৮. তৃতীয়-পক্ষ প্ল্যাটফর্ম
৮.১ Jsarkar.com-এ Sellzzy, Shopify, Facebook Ads, Google Tools ইত্যাদি প্ল্যাটফর্মের recommendation থাকতে পারে। ৮.২ আমরা সেসব প্ল্যাটফর্মের সার্ভার ডাউন, সমস্যা, পলিসি পরিবর্তন, বা আর্থিক লেনদেনের জন্য দায়ী নই। ৮.৩ এসব প্ল্যাটফর্ম ব্যবহারের শর্তাবলী আপনার নিজস্ব দায়িত্ব।
৯. দায়সীমা (Limitation of Liability)
আইনগত সীমার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে:
৯.১ Jsarkar.com কোনোভাবেই দায়ী নয়—
> ব্যবসায়িক ক্ষতি
> অ্যাড স্পেন্ড লস
> প্ল্যাটফর্ম ব্যান
> টেকনিক্যাল সমস্যা
> আয় কমে যাওয়া
> বা কোনো সরাসরি/পরোক্ষ ক্ষতির জন্য
৯.২ ওয়েবসাইট ও কনটেন্ট পুরোপুরি আপনার নিজ দায়িত্বে ব্যবহার করবেন।
১০. টার্মস পরিবর্তন
আমরা যে কোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করতে পারি। সর্বশেষ সংস্করণ সবসময় Jsarkar.com-এ দেখানো হবে।